কে এম সোহেব জুয়েল : উজিরপুরে নিখোঁজের তিন দিনেও সাবরেজিস্টার বাদল কৃষ্ণ বিশ্বাস ৬০ এর সন্ধান মিলাতে না পেরে হতশায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন।।
বাদল -বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের মৃত অনিল কুমারের পুত্র।
গত বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ ইং রহস্য জনিত কারনে রাত আনুমানিক ৯ :৩০ ঘটিকায় নিজবাড়ি থেকে নিখোঁজ হন বলে তার পারিবারিক সুত্র জানায়।
তিনি (বাদল) সাতক্ষিরা জেলায় সাব- রেজিস্ট্রার হিসাবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি নিজ গ্রামের বাড়ি কারফাতে বেড়াতে আসেন।
নিখোঁজের রহস্য তার পরিবারের লোকজন বোধগম্য নয় বলে জানিয়েছেন । এ ব্যাপারে উজিরপুর থানায় লেখিত অভিযোগ দায়েরের কথাও পরিবার সুত্রে জানা গেছে। তাই অতি দ্রুত সাবরেজিস্টার বাদল বিশ্বাসকে খুঁজে পেতে প্রশাসনের সর্বচ্ছ সহোযোগিতা কামনা করছেন পরিবারের লোকজন।।

Leave a Reply