আগৈলঝাড়া উপজেলায় ও বাশাইলসহ অর্ধশত স্থানে আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

বি এম মনির হোসেনঃ-

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ও অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ২২ এপ্রিল শনিবার যথাযোগ্য মর্যাদায় আগৈলঝাড়া উপজেলাসহ অর্ধশত স্থানে পালিত হয়েছে। উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় আগৈলঝাড়া হ্যালিপ্যাড ঈদ গাঁ ময়দানে। হ্যালিপ্যাড ঈদ গাঁ ময়দানে ঈদের নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনসহ সরকারী কর্মকর্তাগন ও স্থানীয় মুসুল্লীরা।উপজেলার দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় উপজেলা মডেল মসজিদে এবং বাশাইল কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে সকাল আটটায় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাশাইল কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে ঈদের নামাজের আগে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ও তার পরিবারের জন্য দোয়া চাইলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার এবং নামাজ সেসে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ও তার পরিবারসহ উপস্হিত মুসুল্লি এবং দে-শ ও দেশের মানুষের জন্য দোয়া করেন। এছাড়াও আগৈলঝাড়া উপজেলার অর্ধশত স্থানে শান্তি পূর্ণ ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *