আগৈলঝাড়ায় নাছিমা বেগমের দীর্ঘশ্বাস ‘বৃষ্টির পানিতে আর ভিজতে ভালো লাগে না

বি এম মনির হোসেনঃ-

“বাবা বৃষ্টির পানিতে আর ভিজতে ভালো লাগে না, আমারে একটা ঘর কইরা দেন, আমি মারা যাবার পর আবার আপনেরা ঘরখান খুইলা নিয়েন।”- নাছিমা বেগম।উপরের কথাগুলই বলছিলেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামের হতদরিদ্র নাছিমা বেগম। স্বামী বাক প্রতিবন্ধী মোঃ মোতালেব হাওলাদার। স্বামী মোতালেব হাওলাদার পাঁচ বছর যাবৎ নিখোঁজ। দুটি কণ্যা সন্তান বিবাহ হয়েছে, তাদের আর্থিক অবস্থা ও খুব একটা ভালো না। ছোট্ট জরাজীর্ণ ঘরে নাছিমা বেগম একাই বসবাস করেন। কিন্তু ঘরখানি খুবই নড়বড়ে টিনের চালে রয়েছে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলে তাঁর ঘর বিছানা সবই ভিজে যায়। ঘরের চালের সাথে ছোট বড় অসংখ্য পাতিল ঝুলিয়ে চেষ্টা করেন বৃষ্টি থেকে বিছানা শুকনা রাখতে। নাছিমা বেগম তাঁর ঘরটি মেরামতের জন্য সমাজের বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *