আশ্রয়ণের বাসিন্দাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ইউএনও পরিমল সরকার

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে বিরামপুর উপজেলার বিভিন্ন
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো ঈদে কেমন আছে দেখতে এবং উপকারভোগী পরিবারগুলোর খোঁজ খবর ও সুবিধাভোগীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।

শনিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষে খাদ্যসামগ্রী, মিষ্টি বিতরণ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তাকে দেখে চমকে যান আশ্রয়ণের বাসিন্দারা। পরে তিনি আশ্রয়ণের বাসিন্দাদের মিষ্টিমুখ করান এবং শিশুদেরকে ঈদ সেলামি প্রদান করেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ওনারা কেমন ঈদ পালন করছেন, আমি দেখতে এসেছি। নবাগত জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমি তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করলাম। ঈদের এমন আনন্দের দিনে আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *