এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগর উপজেলার এক হাজারের অধিক দরিদ্র মানুষ পেলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার । প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি,চাল,ডাল,সেমাই,চিনি,দুধ,তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দরিদ্র মানুষদের হাতে তুলে দিয়ে বৃহস্পতিবার সকালে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সবসময়ই সাধারণ জনগণের পাশে থাকে । অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply