ধুনটে সাহরির সময় রাঁধতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধুর মৃত্যু

মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার ধুনটে সাহরির জন্য খাবার রান্না করার সময় অসাবধানতাবসত গ্যাসের চুলার আগুনে পুড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শারমিন আকতার পলি (৩৫) উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (১৮ এপ্রিল ২৩) ভোর ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ মার্চ দিবাগত রাত ৩টার দিকে ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার ভাড়া বাসায় খাবার রান্নার সময় তিনি আগুনে পুড়ে দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আকতার গ্যাসের চুলায় সেহরির জন্য খাবার রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। বাসায় ত্রুটিপূর্ণ গ্যাসের চুলায় রান্নার সময় গৃহবধূর শরীর পুড়ে যায়। তবে ওই বাসার অন্য কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *