January 15, 2025, 4:41 am
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামে প্রশান্ত বাড়ৈ(২৬) নামে এক যুবকের বাড়ির পাশের ধান ক্ষেতে রহস্যজন মৃত হয়েছে। পরিবারের দাবি আমাদের শত্রুরা মেরে ফেলেছে। আজ সকাল আনুঃ ৫ঃ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
পুলিশ ও নিহত পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামের হরিচাদ বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু রাতে বাড়িতে না আসলে,তার মোবাইলে ফোন করলে বন্ধ পায় ভাই।
আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার অভিজিৎ বাড়ৈ জমিতে ধান কাটতে গেলে,ধান ক্ষেতে মধ্যে ধান লড়তে দেখে কাছে গিয়ে দেখেন একটি লোক পড়ে আছে। পরে জয়ন্ত বাড়ৈকে ফোন করে বলেন,তোমাদের বাড়ির পাশের ধান ক্ষেতে একটি লোক পড়ে আছে। জয়ন্ত দৌরে কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই প্রশান্ত বাড়ৈ এবং স্থনীয় লোকের সহায়তায় বাড়ি নিয়ে,বিষ জাতীয়কিছু খায় মনে করে ডিম ও তৈল খাইয়ে দেন এবং পয়সার হাট ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহতের বাবা ও মা বলেন, আমার ছেলে ,মরতে পারে না, আমাদের শত্রু আছে,তারা মেরে ফেলেছে।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।