স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে শতাধিক পরিবারের মাঝে প্রতীকি মূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাসকাঠী গ্রামে বেসরকারী সংস্থা রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এর আয়োজনে এসব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিনি, সেমাইসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয় ৫ থেকে ১০ টাকার প্রতীকি মূল্যে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক নজরুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মোতাচ্ছের হোসেন, মুকসুদপুর সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপার ভাইজার আলাউদ্দীন আল আজাদ, ইউপি সদস্য হারেজ মোল্লা প্রমুখ। #

Leave a Reply