ভারতে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জে নৃত্যশিল্পী সম্রাট হাজরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের তিনটি উৎসবে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জে গুনী নৃত্য শিল্পী মো: সম্রাট হাজরা। এতে গোপালগঞ্জে শিল্পাঙ্গণকে আন্তর্জাতির পযার্য়ে পৌঁছে দিলেন তিনি। এতে খুশি গোপালগঞ্জের নৃত্য শিল্পীরা।

নৃত্য শিল্পী মো: সম্রাট হাজার জানান, ভারতের নৃত্যশিল্পী সুমন মন্ডল আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান। পরে আমি গত ২ এপ্রিল ভারতের উরিষ্যার কটকে পৌঁছাই। সেখানে ৩ তারিখে নৃত্য সঙ্গীত কালা মন্দির আয়োজিত কালা ভিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাচ ও গান উৎসবে যোগদান করি। সেখানে আমি নৃত্য পরিবেশন করি। পরে অনুষ্ঠান শেষ সম্মাননা হিসাবে আমাকে এ্যাওয়ার্ড, উত্তরীও এবং মানপত্র প্রদান করে। এতে স্থানয়ি এমএলএ, মেয়র ও কমিশনারগণ উপস্থিত ছিলেন।

এরপর ৫ এপ্রিল পশ্চিমবঙ্গের বগুলায় বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনামঞ্চের আয়োজনে মতুয়া ধর্ম দর্শন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে নৃত্য পরিবশেন করি। সেখানেও আমাকে মানপত্র প্রদান করে সম্মানিত করা হয়েছে।

তিনি আরো জানান, দার্জিলিং-এর ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল তিন দিনব্যাপী শৈলারাণী মহোৎসব”_আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়। গোর্খা রংমঞ্চ ভবনে (ভানু মঞ্চে) মাটিগারাং নৃত্যমহল ড্যান্স একাডেমী এ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে। উৎসব পরিচালনা করেন নৃত্য শিল্পী শ্রীমতি সায়ন্তনী দত্ত। সেখানে আমি ছাড়াও ভারত, নেপাল ও ভূটানের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে শেষ দিন ১০ এপ্রিল সেখানে নৃত্য পরিবেশন করি। পরে আমাকে এ্যাওয়ার্ড, উত্তরীও এবং মানপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি স্থানীয় চ্যানেলে প্রচার করে এবং আমার সাক্ষাৎকার ও নৃত্য প্রচার করে।

এমন সম্মামনা পেয়ে খুশি জানিয়ে নৃত্যশিল্পী মো: সম্রাট হাজরা বলেন, অনুষ্ঠানে আমাকে সম্মানিত করা জন্য অনুষ্ঠানের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে সুমন মন্ডল দাদা ও দিভাই সৃজিতা সরকারের জন্য এই সম্মান ও ভালবাসা পেয়েছি। তাই আমি তাকে প্রণাম ও ভালবাসা জানাই।

বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গোপালগঞ্জের নৃত্যশিল্পী মোঃ সম্রাট হাজরা ভারতের তিন তিনটি স্থানে নৃত্য পরিবেশন করে সম্মাননা পেয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয়। গোপালগঞ্জে সাংস্কৃতির অঙ্গণকে আন্তর্জাতিক পয্যায়ে তুলে ধরতে সক্ষম হযেছে। আশা করি তার হাত ধরে জেলায় অনেক প্রতিভাবান শিল্পী বের হয়ে আসবে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *