তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে সনদ বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে দশ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণে সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লক, বটিক ও হস্তশিল্প বিষয়ের ৩তম ব্যাচের ৩৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এই সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণের সময় প্রত্যেককে দেড় হাজার টাকা করে দেয়া হয়েছে।
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

এ সময় ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মসলিম উদ্দীন, গ্রাম পুলিশ সেকেন্দারসহ সকল প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

মুহম্মদ তরিকুল ইসলাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *