টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ৯শ দরিদ্র মানুষ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহার প্যাকেটের মধ্য ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লেঃ কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯শ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরো কাটবে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *