স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুজন মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের আরামবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বিষযটি নিশ্চিত করেছেন।
নিহত সুজন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের ইসলাম মোল্লার ছেলে।
ওসি মো: জাবেদ মাসুদ জানান, জেলা শহরের আরামবাগ এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করছিল সুজন মোল্লা। এসময় অসাবধানবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মারাত্মক আহত হন।
পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলেও জানান তিনি। #

Leave a Reply