মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে প্রফিট ফাউন্ডেশন ( পি এফ) এর আয়োজনে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমাদান ইফতার খাদ্য বিতরন।
কালীগঞ্জের বেসরকারী সংস্থা প্রফিট ফাউন্ডেশন ( পি এফ) এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস এর অর্থায়নে,দুঃস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমাদান ইফতার খাদ্য বিতরন কর্মসূচী ২০২৩ ইং দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম এর সভাপতিত্বে উক্ত রমাদান ইফতার খাদ্য বিতরন কর্মসূচীর লক্ষ্য, উদ্দেশ্য ও বরাদ্দপ্রাপ্তির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) টি এম এ মোমিন,বিশেষ অতিথি রিপোর্টাস ক্লাব কালীগঞ্জ সভাপতি মোকলেছুর রহমান টুকু,স্বাগত বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পি এফ এর পাকিয়া জাহান ও স্বাধীন ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোট ২০০ পরিবারের মাঝে, প্রতিটি পরিবারে ২৫ কে জি চাল,৫ কে জি সোয়াবিন তেল, ৩ কে জি ছোলা বুট, ৩ কে জি মসুর ডাল, ৩ কে জি খেজুর, ২ কে জি চিনি ও ১ কে জি লবন মোট ৪২ কে জি করে ইফতারের খাদ্য বিতরন করা হয়।
হাসমত উল্লাহ।
Leave a Reply