রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ আওয়ামী লীগ সাধারণ মানুষের মানুষের শক্তি নিয়েই ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
আজ বুধবার গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বধিত সভায় এ সব কথা বলেন তিনি।
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জনগণ আমাদের সমর্থন করে। ভোট আমাদের আছে। কিন্তু বারবার নির্বাচনে কারচুপি করে হোক, ষড়যন্ত্র করে হোক, চক্রান্ত করে হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে বাধা দেয়া হয়েছে। তবু মানুষের শক্তি বড় শক্তি। মানুষের শক্তি নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘রাজাকারের দোসর, খুনি, ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলার দণ্ডিত আসামি, এতিমের অর্থ আত্মসাতে দণ্ডিত আসামিদের সঙ্গে বামরা কীভাবে মিলে যায়?
আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ তো ক্ষমতায় বসে নিজে খাচ্ছে না। দেশের মানুষকে খাবার দিচ্ছে।’ এ প্রসঙ্গে গৃহহীনদের ঘর দেয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, কৃষির ব্যপক উন্নয়ন, রোগের চিকিৎসা করাসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
‘বিজয় আমরা এনেছি। এ বিজয়ের পতাকা সমুন্নত রেখে চলতে হবে। যাদের আমরা বিচার করেছি, সেই খুনি, যুদ্ধাপরাধীরা যেন দেশটাকে আবার ধ্বংস করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।’ আগামী সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি জামায়াত দেশে বিদেশে চক্রান্ত করছেন। তাদের ব্যপারে সকলকে সর্তক থাকার জন্য নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনকে চাঙ্গাভাব রাখতে গোদাগাড়ীর ৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ ও দলীয় বর্ধিত সভা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, মহিলা ভাইস চেয়ারম্যান সফিয়া খাতুন মিলি, সমাজসেবক মোঃ রবিউল আলম, সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগে নেতা আব্দুল মজিদ মাষ্টার প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply