রাজশাহী জেলা ডিবির অভিযানে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ১ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান জেলা পুলিশ।

আরো জানান, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলাম ও এসআই নাছিম উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় মঙ্গলবার ১৮ এপ্রিল গোদাগাড়ী থানা কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালায়।

এসময় আয়েন উদ্দিন ওরফে এন্দাদুল আলী (৫০) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় শরিফুল ইসলাম নামে আরেক জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আয়েন চাঁপাইনবাবগঞ্জ চর আলাতলী মধ্য চর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। ডিবি পুলিশ জানান, মাদককারবারি করে স্বল্প সময়ে কালো সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *