January 15, 2025, 7:09 am
নওগাঁ প্রতিনিধিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব (ট্যাবলেট) পেল নওগাঁ জেলার আত্রাই উপজেলার সরকারী,এমপিওভূক্ত স্কুল ও সমমানের নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীরা। গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব মাধ্যমিক স্তরের অধ্যায়নরত মেধাবী শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়। নবম ও দশম শ্রেণীর যাদের রোল নম্বর এক থেকে তিন শুধু তারাই এ ট্যাবলেট উপহার পেয়েছে। এ উপলক্ষে মঙ্গলবর সকাল এগারো টায় আত্রাই উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন হেলাল।আত্রাই উপেজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,আত্রাই আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(চঃদাঃ) সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শ্রী অমেলেন্দু নাথ সাহা রনি, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলার সমমানের মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধনগন।ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম।
রওশন আরা শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি