ঈদ উপহার নিয়ে এতিম শিশুদের পাশে সুজানগর যুগান্তর স্বজন সমাবেশ

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগরের এতিম শিশুদের মাঝে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন কিছু ছাড়া ঈদের খুশি আর আনন্দে যেন অনেকটা অপূর্ণতা থেকে যায়,তাই এবারের ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার তাতীবন্দ আব্দুল হাই সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে মঙ্গলবার ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে এসকল ঈদ উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য জাহিদুল হাসান রোজ, আতিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এতিম শিশুদের যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নতুন পোশাক দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত শুভ উদ্যোগ। ঈদের নতুন পোষাক পেয়ে এই এতিম শিশুদের মুখে যে খুশির হাসি দেখছি, তার মূল্য অনেক। পবিত্র রমজানে শিশুদের প্রতি ভালোবাসার শিক্ষা নিতে হবে। শিশুদের কল্যাণে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, ইসলাম ধর্মসহ সব ধর্মে এতিম ও সুবিধাবি ত শিশুদের কল্যাণের কথা বলা হয়েছে। শিশুর শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি নিকটাআত্মীয়,বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোন শিশু তার অধিকার থেকে বি ত হবেনা। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান, এ ধরণের মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *