January 15, 2025, 6:11 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশের উপক‚লীয় জনপদ বরগুনার বেতাগীতে লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেড সমাজের প্রতিবন্ধী, বিধবা ও অসহায় গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং গণমাধ্যম কর্মিদের সম্মানে মতবিনিময়ের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় পবিত্র রমজান‘২০২৩ উপলক্ষে বেতাগী প্রেসক্লাব কার্যালয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মো: মহসীন খান। অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ও অসহায়দের হাতে হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় এবং গণমাধ্যম কর্মিদের সম্মানে মতবিনিময়ের আয়োজন এবং এসময় তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হাতে পাওয়া বেতাগী পৌর সভার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো: আজমল হোসেন, উপজেলার কিসমত করুনা গ্রামের অসহায় আব্দুল হাকিম, কেওড়াবুনিয়ার বিধবা নূরী বেগম বিধবা ও সদর ইউনিয়নের রানীপুর গ্রামের মো: বেল্লাল হোসেন তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘ আমরা ঈদ সামগ্রী হাতে পাওয়ায় উপকৃত ও ভীষন খুশী হয়েছি।’