ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড় জেলা প্রশাসন ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা সোমবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান সভায় সভাপতিত্ব করেন।

সভায় অব. অধ্যাপক হাসনুর রশিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ , মো. সায়খুল ইসলাম, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক সফিকুল আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করে বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের শিক্ষা ও চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি জাতিকে অনুপ্রেরণা ও শক্তি জোগাবে। মুজিবনগর দিবসের শিক্ষা হৃদয়ে ধারণ করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে দুপুরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সারোয়ার হোসেন. সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য দেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *