January 15, 2025, 10:35 am
মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ হল রুমে ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্প কর্তৃক আয়োজিত
প্রকল্পভূক্ত উপকারভোগীদের স্বাস্থ্য, শিক্ষা ,কৃষি, সরকারী সামাজিক সুরক্ষা সুবিধা পানি ও পয়:নিস্কাশন সহ নানাবিধ সুবিধা বৃদ্ধির জন্য
উপজেলার সরকারী ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহনমূলক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন আর রশিদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন্ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, প্রকল্প কর্মকর্তা মো: আলতাফুর রহমান, বিনয় টুডু, প্রহল্লাদ চন্দ্র রায় ও প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার বৃন্দ।