আরিফ রববানী ময়মনসিংহ।।
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যানজট নিরসনে রাস্তায় নেমেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
রবিবাার দুপুরে উত্তপ্ত রোদে শহরের ষ্টেশন রোড,গাঙ্গিনার পাড়,ব্রীজ মোড়ে যানজট নিরসনে টহল চালান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালী পুলিশের টিম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরে ব্যস্ততম জায়গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট লেগেই থাকে। যা নিরসনে হিমশিম খায় ট্রাফিক পুলিশ। তাই যানযট নিরসনে দাপ্তরিক কাজে পাশাপাশি ওই স্থানগুলো টহল দেন ওসি শাহ কামাল আকন্দ। এ সময় মানুষের এই দুর্ভোগের চিত্র দেখে রিকশা, ভ্যান চালক, অটোরিকশা চালকদের যানজট এড়াতে সাবধানে চলাচল করার পরামর্শ দেন। তার পরামর্শে
গাঙ্গিনার থেকে তাজমহল পর্যন্ত রাস্তা যেকোন সময়ের তুলনায় পরিচ্ছন্ন,যানজোটমুক্ত ফুটপাত মুক্ত।
এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানযট নিরসনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ সুপারের নির্দেশনাক্রমে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জেলার সড়ক-মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তার মোড়, গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কার্যকর ব্যবস্থার ফলে রবিবার বিকেল পর্যন্ত ময়মনসিংহে যানজটমুক্ত পরিবেশে যানবাহন চলাচল করেছে। ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার প্রায় ১০-১২টি রোডের যানবাহন ময়মনসিংহের উপর দিয়ে যাতয়াত করে থাকে। এসব মহাসড়কগুলোতে যানজট নিরসনে প্রায় শতাধিক পুলিশ রাস্তায় কাজ করছে। তিনি আরো জানান, ময়মনসিংহের দিঘারকান্দা ঢাকা বাইপাস থেকে ব্রীজ মোড়,আকুয়া বাইপাস,চড়পাড়া মোড়,টাউন হল মোড়সহ বিভিন্ন রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে । রাস্তার পাশে কোনো দোকানপাট বসতে দেয়া হচ্ছে না। এছাড়া সড়কে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে না বলে দাবি করেন তিনি।যদি কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে সড়কের যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের পক্ষ থেকে নেয়া ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। জেলা পুলিশসহ শতাধিক কমিউনিটি পুলিশ যানজট নিয়ন্ত্রণে ২৪ ঘন্টা রাস্তায় কাজ করছে। এছাড়া যানজট ব্যবস্থা মনিটরিং করতে দিঘারকান্দা বাইপাস ও ব্রীজ মোড়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণসহ মোটরসাইকেল টহলও জোরদার করা হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।
Leave a Reply