রংপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে একক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীফ আহমাদের শান্তি টিভির আয়োজনে, রংপুর সুরছন্দ একাডেমির পরিবেশনায় গতকাল রংপুরের বিশিষ্ট কবি,লেখক, গীতিকার, সুরকার শিক্ষানুরাগী শরীফ আহমাদ রচিত একক সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও ইফতার মাহফিল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ,কবি লেখক এটিএম মোর্শেদ, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,সঙ্গীত শিল্পী শাজিয়া নওরীন,একাডেমির সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী,আবৃত্তিশিল্পী সামসুজ্জামান ভানু প্রমুখ।

সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজশ্রী রায় তৃষ্ণা, নাহিদ,প্রিয়ন্তী,মাহিন,প্রিয়াংকা, শাজিয়া নওরীন,শরীফ আহমাদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর সুরছন্দ একাডেমির পরিচালক সঙ্গীত শিল্পী লামিয়া আকতার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *