বাবুগঞ্জে বসত ঘড়ে আগুন

কে এম সোয়েব,

বাবুগঞ্জ প্রতিনিধি : -বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অভিযোগ করেছে বাবুগঞ্জের বীরশ্রষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর গ্রামের ঘড় মালিক দিন মজুর জায়দুল চৌকিদার- ৩৫।

তিনি( জায়দুল) বলেন,আমার স্ত্রী সুলতানা বেগম গত এক সপ্তাহ পুর্বে পাশ্ববর্তী গৌরনদী থানার কুড়ির চরে ছেলে সন্তান নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে যায়। এবং প্রতিদিনের ন্যায় গতকাল সকালে দিনমজুরের কাজে যায় তিনি( জায়দুল) তারি ধারাবাহিকতায় গতকাল শুক্রুবার (১৪ এপ্রিল) তার অগোচরে বসত ঘরে জমিজমার পূর্বশত্রুতার বিরোধের জের ধরে আগুন দেয় প্রতি পক্ষ একই গ্রামের মৃত নজরুল চৌকিদারের পুত্র রহুল আমিন-৫৫, হাসেম শেখের পুত্র মোসলেম শেখ-৬০, মৃত জয়নাল শেখের পুত্র গিয়াস উদ্দিন -৪০ এমন ধারনা করেন ঘড় মালিক জায়দুল চৌকিদার ও তার পরিবারের লোকজন।
আগুনের লেলিহান দেখে স্হানিয় নান্নু শেখ, জামাল হোসেন চৌকিদার, ইচাহাক মিরা,দেলোয়ার শেখ,কাওছার শেখ জায়দুলের বসত ঘড়ের আগুন দ্রুত পুকুর থেকে পানি তুলে নিভৃত করেন।

এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্র শীলকে অবগত করা হলে তিনি ( সনজিৎ) তৎক্ষনাৎ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হান পরিদর্শন করেন।

এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ বাবু সনজিৎ চন্দ্র শীল বলেন, ঘটনা স্হান ও আগুনের সুত্রপাতের পরিদর্শন চলছে বলে জানিয়েছেন তিনি। তবে তদন্তে প্রকৃত ঘটনা উদঘটন সম্ভব হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ভিন্ন দিকে ঘড় মালিক অসহায় দিনমজুর জায়দুল, প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সর্বচ্ছ শাস্তির দাবি করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *