এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে এক ইউপি সদস্যকে হত্যা ও লাশ গুমের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল শনিবার ১৫ এপ্রিল দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে শুক্রবার ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর কাছে কেন তার দেওয়া জেলে কার্ডের নাম বাদ দেওয়া হয়েছে জানতে চান। এতে রাগান্বিত হয়ে ইউপি চেয়ারম্যান টুকু ইউপি সদস্য সোহেলকে হত্যা ও লাশ গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়। শনিবার দুপুরে ১৫ এপ্রিল ইউপি সদস্য সোহেল ইউপি চেয়ারম্যান টুকুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানান, ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের সঙ্গে তার দেখাই হয়নি তাহলে কিভাবে তাকে হুমকি দিলাম। এছাড়া জেলে তালিকায় যাদের নাম নেই তাদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল বলেন, এক সময়ের ছাত্রদল নেতা ও বর্তমানে নৌকার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু একাধিক হত্যা মামলার আসামি। তিনি জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবিরের মতো আমাকেও হত্যার হুমকি দেয়ায় পরিবার পরিজন নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছি।
এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Leave a Reply