এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ
ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব ক্ষেতলাল’ এর উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে স্বল্প পরিসরে উপজেলার প্রায় দুই’শ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল ও করতোয়ার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব ক্ষেতলাল এর সভাপতি এস কে মুকুল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওয়াকিল আহমেদ, সহ-সভাপতি এস এম মিলন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সপ্তাহ ব্যাপী ক্ষেতলাল পৌরসভা ও উপজেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিথিরা বক্তব্যে বলেন, এমন একটি মহতী কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রেসক্লাবের এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রাখেন।
আগামী বছর থেকে আমরা প্রেসক্লাব ক্ষেতলাল এর পক্ষ থেকে আরও বড় পরিসরে অসহায় পরিবারকে সাহায্যে এগিয়ে আসতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসক্লাবের সদস্যগণ।
ওই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের মূল লক্ষ্য ‘মানবতা প্রাণের সেবায়’ স্লোগানকে সামনে রেখে মানবতার সেবা করা। ঈদ মানে আনন্দ কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এই আনন্দ উপভোগ করতে পারে না। তাই এই ঈদে তাদের ঈদ আনন্দে শরীক হতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রেসক্লাব ক্ষেতলাল এর উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Leave a Reply