January 21, 2025, 9:15 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র (শাডি, লুঙ্গী) ও নগদ টাকা বিতরণ করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাবেক পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পরিবারের পক্ষ থেকে এই বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআবু তাহের।
বস্ত্র বিতরণে এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব। পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মায়াসহ প্রমুখ।