পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ পাথরঘাটাবাসী

অমল তালুকদার পাথরঘাটা (বরগুনা) থেকেঃ পবিত্র রমজান মাসে বরগুনার পাথরঘাটা সহ আশেপাশের অঞ্চলে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে রোজাদার মানুষসহ এ অণ্চলের বিদ্যুৎ গ্রাহকরা।

শনিবার সন্ধ্যা থেকে সারারাত কমপক্ষে ৪/৫ বার কখনও ১ঘন্টা কখনও ২ ঘন্টারও অধিক সময় লোডশেডিং দেয় পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ। এর আগে গত শুক্রবার দুপুর ২টা থেকেই অরম্ভ হয় ঘন ঘন লোডশেডিং এর অতিষ্ঠপর্ব। এসময় শিশু ও বয়োবৃদ্ধ মানুষ এবং হাসপাতালের ভর্তিকৃত রোগীসহ অন্যান্য রোগীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছে যায়। বৈশাখের প্রচন্ড খড়তাপ আর তাপমাত্রা বৃদ্ধির কারনে ভ্যাপসা গরমে এমন দূরাবস্থার সৃস্টি হয়েছে বলে জানান স্থানীয় চিকিৎসকরা।

পাথরঘাটা পৌরশহরের রোজাদার অনেক বাসীন্ধাকে রাতে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। আবার কেউ কেউ চরম অতিষ্ঠ হয়ে নিজ নিজ ফে.বু.আইডি থেকে যা-ইচ্ছে তাই পোস্ট করতে দেখাগেছে। এসব জ্বালাময়ি পোস্টে সোশ্যাল একটিভিস্টরা করছে নানা নেতিবাচক কমেন্স। সবমিলিয়ে রমজান মাসে বিদ্যুতের এমন ভেলকিবাজি কেউ-ই অন্তত এই গরমে মেনে নিতে চায় না।

বিষয়টি প্রসংগে পল্লীবিদ্যুতের এজিএম মিজানুর রহমান ভোরের কাগজকে বলেন, আমাদের প্রয়োজন কমপক্ষে দশ। আর গ্রীড দিচ্ছে আমাদেরকে পাঁচ। এঅবস্থায় আমার কি করার আছে? তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, তারাবিহ্’র নামাজ আর সেহরিহ্ চলাকালিন একজন বিবেকবান মানুষ হয়ে অন্তত এই চেষ্টাটুকু করা উচিৎ ;যাতে এই সময়টিতে যেনো লোডশেডিং না হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *