আগৈলঝাড়া আস্কর নতুন কালিবাড়ী হাটের খাজনা মুক্ত ও টলঘর ওয়াস ব্লোক রাস্তার নির্মাণ

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর নতুন কালিবাড়ী হাট-বাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্প ২০২১-২২ অর্থ বছর পয়ত্রিশ লক্ষ আটান্ন হাজার ছয়শত চুয়াল্লিশ টাকার উন্নয়কাজ টলঘর, ওয়াস ব্লোক, রাস্তার নির্মাণ ও সর্ব সাধারনের জন্যে খাজনা অবমুক্তকরন করা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর নতুন কালিবাড়ী হাট টলঘরে বাগধা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও হাটের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সভাপতিত্বে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র-এমপির পক্ষ্যে সর্ব সাধারনের জন্যে হাটের খাজনা অবমুক্তকরন ও টলঘর, ওয়াস ব্লোক, রাস্তার উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের ও সর্ব সাধারনের জন্যে সাবেক ছাত্রলীগ নেতা তরুন সমাজ সেবক মিঠুন বিশ্বাস হাটের ইজার টাকা এককালিন সরকারে কোষাগারে জমাদিয়ে আস্কর নতুন কালিবাড়ী হাট ও সর্ব সাধারনের জন্যে খাজনা মুক্ত করে দেয়। সভা শেষে মোনাজাতের মধ্যেদিয়ে বাজারের ও নতুন রাস্তার উদ্বোধন করা হয়।
এসময় অলোচনা সভায় বক্তব্য রাখে, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, প্রবীন আওয়ামীলগি নেতা আবুল বাশার হাওলাদার, বাগধা ইউনিয়র আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, সভাপরিচালনা করেন স্থানীয় বাগধা ইউনিয় পরিষদ সদস্য কমল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *