বানারীপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ll এলাকায় বিচারের দাবিতে তোলপাড়

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের সুলতান ব্রিজের পাশে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের বিচার দাবিতে তোলপাড়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।

শিশুটি বাবা সোহল জানান, ১২ এপ্রিল বুধবার সকাল সারে ১০টার দিকে তাদের পার্শ্ববর্তীর ব দাদা সম্পর্কীয় ভাঙ্গারী ব্যবসায়ী কালাম (৫৫) তার শিশু কন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে। পাশের রাহাদের প্রাইভেট পড়ানোর ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এদিকে মেয়েকে খুঁজতে বের হয়ে তার মা সীমু ঘটনাস্থলে হাজির হলে শিশুটি তার সঙ্গে কালামের অনৈতিক আচরণের বিষয়টি মাকে বলে দেয়।

এসময় মা সীমুর ডাকচিৎকারে বাবাসহ স্থানীয়রা এগিয়ে আসেন। লম্পট কালাম প্রথমে ধর্ষণ চেষ্টার কথা অস্বীকার করলেও এক পর্যায়ে ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চায়।

শিশুটির বাবা-মা জানান, কালাম তাদেরকে বিষয়টি চেপে যাওয়ার জন্য ১০ হাজার টাকা নেওয়ার ও প্রস্তাব দেয়। খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে সুচতুর কালাম গা ঢাকা দেয়।

এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কালামের ভাইসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের পরিবার ও এলাকাবাসী লম্পট কালামের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার এসআই ওসমান গনি জানান অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *