স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ারে লক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয় চত্ত্বরে তৈরী মঞ্চে “এসো হে বৈশাখ এসো এসো” গানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে ঢোল বাজিয়ে গান গেয়ে গেছে নববর্ষকে স্বাগত জানানো হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় অংশগ্রহনকারীর বলেন, কোন মৌলবাদীর হুমকীতে বাঙ্গালী ঐতিহ্য বন্ধ হবে না। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্য দিয়ে সকল অসাম্প্রদায়িকতা বন্ধ হবে।
এদিকে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব-১৪৩০ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। মঙ্গল শোভাযাত্রায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। #

Leave a Reply