ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রংপুর রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার, নীলফামারী

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম রংপুর জেলা সফর উপলক্ষে সৈয়দপুর বিমান বন্দরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর এবং নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এ সময় আরো শুভেচ্ছা জ্ঞাপন করেন বাসুদেব বণিক, কমান্ড্যান্ট, পিটিসি রংপুর; নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, (ডিআইজি) রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ; পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারীসহ রংপুর রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা বৃন্দ।

আইজিপি শুভেচ্ছা গ্রহন শেষে রংপুরে পুলিশ অফিসার্স মেস; রংপুর পিটিসির একাডেমিক ভবন; মাল্টিপারপাস সেড এর উদ্বোধন করেন। অতঃপর রংপুর জেলা পুলিশের ফোর্সের সাথে বিশেষ কল্যান সভায় যোগদান এবং রংপুর জেলার অফিসারদের সাথে মতবিনিময় সভায় যোগদানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। মাননীয় আইজিপি ঢাকায় ফেরার উদ্দেশ্যে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর; পুলিশ সুপার, নীলফামারীসহ পুলিশের অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মাননীয় আইজিপি কে বিদায় জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *