আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে বাঙালীর বর্ষ বরণ উৎসব পালন

বি এম মনির হোসেনঃ-

বিষাদের গ্লানি ভুলে, নব কেতনের ধ্বজা তুলে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে বাংলা শুভ নববর্ষ ১৪৩০। রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৪ এপ্রিল শুক্রবার সকালে নববর্ষ উপলক্ষে রাজিহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাশাইল বাজারের বিভিন্ন গলি হয়ে বেরিবাধ হয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ঘুরে মঙ্গল শোভাযাত্রা শেষে রাজিহার ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিকাশ রায়, ইউপি সচিব গৌতম পাল, ইউপি সদস্যগনসহ অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *