মহালছড়িতে গৃহবধু ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

রিপন ওঝা,মহালছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিলেটি পাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ জুনু মিয়া(৪৩) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। গৃহবধুকে ধর্ষনের চেষ্টার ও শ্বাশুড়িকে বেগতিক অকথ্য গালিগালাজ ও কাঠের বাটাম দ্বারা মারধরের স্বীকার ওই গৃহবধু ও শ্বশুড় ঘরেই চিকিৎসাধীন রয়েছেন।

আজ ১৪এপ্রিল সকাল বেলায় সিলেটিপাড়া থেকে তাকে আটক করা হয়। এছাড়া তাকে জেলহাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন থানার পরিদর্শক মোঃ আবুল হাসান খান।
তিনি আরো জানান উক্ত মামলাটি ৯(৪) (খ) ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ৯(৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ প্যানেল কোডে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৩/১২।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটিপাড়ায় এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতে ধর্ষনের চেষ্টার কথা স্বীকার ঐ গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃত মোঃ জুনু মিয়া উপজেলার একই এলাকার মৃত আনফাজ আলীর ৪পুত্রের মধ্যে মোঃ জুনু মিয়া বড়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *