কুমিল্লায় সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে দুই ইউপিতে ২০০০ হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের পুত্র সিআইপি আবুল আয়েছ খানের নিজেস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার

বাবুটি পাড়া ও জাহাপুর
ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের ন্যায় জন প্রতি ১০০০ টাকা করে মোট ২৪০০ জন কে নগদ অর্থ প্রদান করেন।

শুক্রবার জুম্মা আগে বাবুটিপাড়া ইউনিয়ন আর বাদ জুম্মা জাহাপুর ইউনিয়নের বইড়াকুড়ি চেয়ারম্যান বাড়িতে চব্বিশ শত জনগনের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদ
সভাপতিত্বে ছাত্র নেতা রিফাতের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প পতি ও সিআইপি আবুল আয়েছ খান,
বিশেষ অতিথি ছিলেন কামাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, পাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবদুল সামাদ মাঝি, বাবুটিপাড়ার চেয়ার ম্যান আরমান, দারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন,

,জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মমতাজ বেগম,
কামাল্লা ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন,জজমিয়া,, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম,সাবেক মেম্বার আলহাজ্ব
আঃমতিন,এছাড়া ও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে

কার্ডধারী ব্যাতিত অনেক দরিদ্রজনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি বলেন মুরাদনগরের প্রত্যাকটি ইউনিয়নে দেয়ার আশা প্রকাশ করেন।সমাজে ধন্যাঢ্য ব্যাক্তিরা যদি এভাবে এগিয়ে আসতো তাহলে দরিদ্র লাগব হতো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *