নাজিমউদ্দীন রানা।
পৌর টোল আদায় করার টিকেটের গায়ে কি নির্দেশনা লেখা আছে আর সেই নির্দেশনা কতটুকু গুরুত্বপূর্ণ পাচ্ছে?নাকি টোল নামে চাঁদাবাজি হচ্ছে?পৌর শহরের বিতরে যেখানে লোডআনলোড হবে সেখানে টোল আদায় করার কথা থাকলেও দক্ষিণ তেমনি তে দেখা গেছে ভিন্ন রূপ।
বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো লক্ষ্মীপুর শহর হয়ে যখন বিভিন্ন উপজেলা গুলোতে যাতায়াত করে সেই গাড়ি থেকে টোল আদায় করা বৈধ কি?ছবিটি টি শহরের দক্ষিণ তেমুহনী থেকে তোলা।

Leave a Reply