বাবুগঞ্জে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া গ্রামের মৃত সৈইজউদ্দিন হাওলাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো: নুরমহম্মদ হাওলাদার ৯০ আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ —- রাজেউন।

মৃতকালে স্ত্রী ৫ পুত্র দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা মো: নুরমহম্মদ হাওলাদারকে আজ বেলা ৪ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তার প্রতিনিধি হিসাবে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম উপস্থিতিতে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীলের নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান ও ইউনিয়ন মুক্তি যোদ্ধা বৃন্দ।।,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *