বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
১৪ এপ্রিল২০২৩ খ্রিষ্টাব্দ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন নীলফামারী এর আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামন হতে পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক নীলফামারী এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা টি চৌরঙ্গী মোড় হয়ে বাটার মোড় ঘুরে ডিসি’স গার্ডেনে এসে শেষ হয়। অতঃপর রমজানের পবিত্রতা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ডিসি’স গার্ডেনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার, নীলফামারী মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। বাঙালি জাতির একমাত্র অসম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ তাই সকলকে বাঙালি চেতনা ধারণের জন্য আহ্বান জানান।

এ সময় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ শতরুপা ঘোষ, সভাপতি, লেডিস ক্লাব নীলফামারী; মৌসুমী ওয়াদুদ চাঁদনী, সভানেত্রী, পুনাক নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদর; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী সদর; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড; জেলা প্রশাসন নীলফামারী এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *