পটুয়াখালীতে ৪ লক্ষ ২০ হাজার টাকার ইয়াবাসহ ডিবি পুলিশের জালে আটক ১

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী পৌরসভার ০৭ নং ওয়ার্ড হোটেল সাউথ কিং এলাকায় অভিযান পরিচালনা করে টিপু সুলতান (৩৩), নামের এক মাদক ব্যাবসায়ীকে ১৪০০ পিচ ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিন আড়পাড়া দরগাপাড়া এলাকার বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম, মাতা- মোসাঃ রাকি বেগম এর ছেলে।

ডিবি পুলিশ সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, একেএম আজমল হুদার নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় বুধবার (১২-এপ্রিল-২০২৩ ইং) তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.৩৫ মিনিটের পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড গোরস্থান রোড হোটেল সাউথ কিং সংলগ্ন এলাকায় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিপু সুলতান (৩৩) কে আটক করেন। এ সময় একটি কফি কালারের সাইড ব্যাগ (যাহার গায়ে ইংরেজীতে (ঘঅঝঅ লেখা) এর মধ্যে সাদা টিস্যু পেপারের উপরে সাদা কসটেপ দ্বারা মোড়ানো প্যাকেটে রক্ষিত ০৭(সাত) টি নীল রংয়ের এয়ার টাইট জীপার যাহার প্রতিটি জীপারের মধ্যে ২০০ পিচ করে সর্বমোট ৭×২০০= ১৪০০(এক হাজার চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটের ওজন ১৪০ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য ১৪০০×৩০০= ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা।

এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *