রিপন ওঝা,মহালছড়ি।।
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় পবিত্র মাহে রমজান ও বৈ-সা-বি উৎসব উপলক্ষে দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করেছে।
পবিত্র মাহে রমজান ও বৈ-সা-বি উৎসবের মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।
আজ ১২ এপ্রিল রোজ বুধবার দাতকুপিয়া ক্যাম্পের আওতাধীন রাঙ্গাপানি ছড়া ও ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম এলাকায় এবং বিজিতলা ক্যাম্পের আওতাধীন গুগড়াছরি, লেমুছড়ি, গামারিঢালা, নোয়াপাড়া, বাহাদুরপাড়া, নুনছড়ি ও গড়গুজ্জাছড়ি এলাকায় শতাধিক স্থানীয় বাঙালি ও পাহাড়ি জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা সকলেই বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Leave a Reply