পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মোবারক আলী চক্ষু হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি), চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সেবিকা ও কর্মচারী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় চক্ষু হাসপাতালে প্রশাসনিক ভবনের এ উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মোবারক আলী চক্ষু হাসপাতালের সভাপতি, পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসানের সাবেক সংসদ সদস্য ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের মো. জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়া নজির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, হাসাপাতালে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুর রহমান, সহসভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা শাহাজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম,অর্থ সম্পাদক মো. মঈনুল হোসেন সোহাগ। আরও বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক ও কার্যকরি সদস্য কাজী নুরুল ইসলাম, রেজওয়ানুল হক, রুহুল আমিন, রহমত আলী, আইয়ুব আলী সরকার, মোজাহারুল ইসলাম, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, দৈনিক নতুন বাজার প্রতিনিধি আবু জাহেদ, ব্যবসায়ী কামরুজ্জামান, মো. আতিক ও ফারুক হোসেন, আরিফুজ্জামান প্রমুখ।
মো. আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Leave a Reply