January 15, 2025, 1:40 pm
ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দাবী খতিয়ে দেখার আশ^াস দিয়েছেন। বুধবার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে ৩ দফা দাবীর বিষয়ে আলোচনা করেন এবং বৈষম্য নিরসনের দাবী জানান। প্রধান বিচারপতি এসোসিয়েশনের দাবীর সমর্থনে লিখিত ডকুমেন্ট দিতে বললে তাৎক্ষনিক প্রয়োজনীয় ডকুমেন্ট সম্বলিত প্রতিবেদন পেশ করেন। এই সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, সাংগঠনিক সম্পাদক জনাব তারিক আহমেদ রিংকু, কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, মোঃ সাব্বির রহমান রাসেল ও সাধন কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।