রিপন ওঝা, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে‘‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতি গড়ি’ এ প্রতিপাদ্যে বৈসু, সাংগ্রাই, বিঝু (বৈ-সা-বি) ও বাংলা নববর্ষ উপলক্ষে শান্তির পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের দেশরত্ন ও কৃষিতে কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তিচুক্তি করেছেন বলেই আজও পাহাড়ে আজও অসাম্প্রদায়িক- সম্প্রীতির মেলবন্ধন রয়েছে। তাই এমন মেলবন্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। শান্তি সৌহার্দ্যে সম্প্রীতির মেলবন্ধন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল সম্প্রদায়ের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্যে পরবর্তী নির্বাচনে নিজ নিজ দায়িত্ব থেকে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থায় নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি, মং সাকেল চীফ সাচিংপ্রু চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার লে: কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আবুল হাসনাত, সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
সেই সাথে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য এড. আশুতোষ চাকমা, সদস্য মোঃ জব্বার, পার্বত্য ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য হিরনজয় ত্রিপুরা, সদস্য মোঃ মাইন উদ্দিন, সদস্য রেম্রাচাই চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তা কর্মচারি ও সরকারি- বেসরকারি- সামাজিক -সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply