January 23, 2025, 1:19 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ ৮জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের প্রেস ব্রিফিংমতে, কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সার্বিক প্রচেষ্টা ও নিদেশক্রমে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে (১১এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০মিনিটে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে জলিল মিয়ার ফাঁকা জমিতে অর্থের বিনিময়ে ডাবু দিয়ে জুয়া খেলা চলাকালীন অবস্থায় নাগেশ্বরী থানার ভবানন্দেরকুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), বাহারবন্দ এলাকার মোঃ হাসেন আলী (৪৭), কালীগঞ্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮) মোঃ যাদু মিয়া (৪২), মন্নেয়ারপাড় এলাকার মোঃ মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মোঃ সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মোঃ আলতাফ হোসেন (৪৭) দের জুয়া খেলার সময় জুয়া খেলার নগদ-৬৫হাজার ৬১০টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কমলা বেগুনী রংয়ের ছামিয়ানা, ১টি ফর, যাহার উপর ঝান্ডি, মুন্ডি, রুইতন, হরতন, চিরাতন, রিক্সাবন অঙ্কন আছে, দুইটি মটরসাইকেল এর ব্যাটারী যার মধ্যে ০১টি লুকাস ১২ভোল্ট এবং একটি ম্যানটেনেন্স ফ্রি ১২ভোল্ট, ১টি এলইডি বাল্ব, বৈদ্যুতিক তার, ১৫টি মোবাইল ফোন উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।