কুড়িগ্রামের বিএসটিআইয়ের মোবাইল কোর্টে অভিযান, দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় (১১এপ্রিল) বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জান্নাত ফুড এন্ড বেকারি, ডিপুপাড়া, পুরাতন স্টেশন রোড, কুড়িগ্রামকে ১০হাজার ও মান সনদ গ্রহণ না করে আইসললি উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে একই আইনে লিমন আইস্ক্রীম ফ্যাক্টরি,পুরাতন পশু হাসপাতাল রোড, কুড়িগ্রামকে ১০হাজার মোট ২০হাজার জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম , সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম। প্রসিকিউট ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব প্রান্তজিত সরকার , পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *