কবিরহাটে নবম শ্রেণীর অপহরণকৃত ছাত্রী উদ্ধার, আটক ০৮

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

নোয়াখালীর কবিরহাট থানার মামলা নং-০২, তারিখ-১১/০৪/২০২৩ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ তৎসহ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৫০৬ পেনাল কোড-১৮৬০।
ঘটনার বিবরণে জানা যায়-বাদীনি সুলতানা আক্তার (৩৮), স্বামী-মৃত রফিক উল্যাহ, মাতা-ছলেমা খাতুন, সাং-যাদবপুর (এবাদ উল্যাহ মুন্সী বাড়ী), ৩নং ওয়ার্ড, ১নং নরোত্তমপুর ইউনিয়ন, থানা-কবিরহাট,জেলা-নোয়াখালী অদ্য থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, বাদীনির মেয়ে ফাহমিদা আক্তার (১৪) নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বাদীনির মেয়ে স্কুলে আসা যাওয়ার সময় ১নং বিবাদী প্রায়ই উত্যক্ত করিত এবং অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত ছিল। বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে বাদীনির মেয়ে ফাহমিদা আক্তার (১৪) বর্ণিত ঘটনাস্থল কবিরহাট থানাধীন ১নং নরোত্তমপুর ইউপির ৩নং ওয়ার্ডস্থ যাদবপুর সাকিনের বাদীনির বসত ঘরে ইফতার করার সময় অভিযোগে বর্ণিত ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধে দলবদ্ধ হইয়া বাদীনির বসত ঘরে অনধিকার প্রবেশ করতঃ বাদীনিকে ও বাদীনির পূত্রবধু মোমেনা আক্তার প্রঃ পিংকিকে মারধর করিয়া বাদীনির মেয়ে ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে টানা হেঁছড়া করিয়া ১নং বিবাদী অপরাপর বিবাদীগনের সহায়তায় জোর পূর্বক অপহরণ করিয়া নিয়া যায়। বিবাদীগন যাওয়ার সময় বাদীনির বসত ঘরের টেবিলের উপর থাকা তাহার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে থাকা ০১টি স্যামসাং গ্যালাক্সি জে-২ মডেলের মোবাইল সেট সীমসহ, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ০২টি স্বর্ণের চুড়ি, ওজন ০১ ভরি, মূল্য অনুমান ৯৫,০০০/- টাকা ও ০২টি স্বর্ণের আংটি, ওজন অনুমান ০৬ আনা, মূল্য অনুমান ৩৫,০০০/- টাকা এবং সংসার খরচের জন্য রাখা নগদ ৫,০০০/- টাকা নিয়া যায়। বাদীনি ও বাদীনির পূত্রবধু শোর চিৎকার করিলে বিবাদীগন আমাদেরকে এলোপাতাড়ি মারধর করা সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল স্যারের তত্ত্বাবধানে রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কবিরহাট থানার নেতৃত্বে এসআই (নিঃ) বিকাশ সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানা পুলিশের সহায়তায় অদ্য
১১/০৪/২০২৩ইং তারিখ ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে ঢাকাগামী একটি কালো রংয়ের হায়েস গাড়ী, যাহার
নাম্বার-চট্টমেট্রো-চ-১১-৫৮১৪ যোগে নিয়ে যাওয়ার সময় দাউকান্দি ব্রিজের মুখে উক্ত গাড়িটি তল্লাশী করিয়া গাড়ীতে থাকা ভিকটিম ফাহমিদা আক্তার (১৪) কে উদ্ধার ও অপহরণের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ সুমন (৪০) সহ এজাহারনামীয় ২। হাছান (২০), ৩। আলাউদ্দিন প্রঃ ইমন (২৫), ৪। মিজানুর রহমান প্রঃ মিজান (২৮) এবং সন্ধিগ্ধ ১। আব্দুর রহিম (২০), ২। মোঃ সাগর (২৮) সহ গাড়ীচালক ১। মোঃ ইয়াছিন আরাফাত প্রঃ সাকিব (২৩) এবং গাড়ীর হেলপার ২। সাবের হোসেন প্রঃ সাব্বির (২১) সহ মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *