নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৩ টি গ্রুপে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওয়াধীন এসইডিপি প্রকল্প ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিমের অধীনে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগণের অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলার সকল উপজেলার ৭ শ ৩৮ জন প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্রহন করেন। ৪ দিনব্যপি রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্কুল, কলেজ, মাদ্রসার প্রধান প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ ও নতুন করিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দোশ্য বলে জানান টেনারগন।
এর আগে জেলার সকল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকদের নতুন করিকুলামের উপর প্রশিক্ষন দেয়া হয়। ৬ষ্ঠ ও ৭ম. শ্রেনিতে নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা হয়েছে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, ৭ শ ৩৮ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। ৬ষ্ঠ ও ৭ম. শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা বই ও টিজি নিয়ে পাঠদান করাতে হবে। বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ে উপজেলায় এ কারিকুলামের উপর প্রশিক্ষন প্রদান করা হবে। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং জোরদার করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগজ, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার ৯৫ জন শিক্ষক শিক্ষিকাগণকে সোকজ দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব- শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তাই এব্যপারে সর্তক থাকতে হবে। মাষ্টার ট্রেনার তানিমা রহমান, নাসিমা আকতার বানু। এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে বিভিন্ন পর্বে বক্তব্য উপস্থাপন করেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি, মোহনপুর উপজেলার মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী
Leave a Reply