January 15, 2025, 8:51 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার বেলা সারে ১১ টায় বরিশাল -বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে পিকআপের চাপায় মাহমুদা বেগম(৬৫) এর মৃত্যু হয়। নিহতর বাড়ি বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে।
এ ব্যপারে নিহতর আত্মীয় এবং পিকআপের মালিকের মধ্যে রফা হয়েছে। কোন অভিযোগ হয়নি। তদন্তকারী কর্মকর্তা এস আই অপূর্ব চন্দ্র জানান।#