এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।। সোমবার ১০ এপ্রিল সকাল ১০টায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, ব্রাকের জয় মালা মন্ডল, রুপান্তরের মুঞ্জিলা মুন, সংগ্রামের মো: আবুল হাসান, কারিতাসের মো:সোহাগ সিকদার, ডাক দিয়ে যাইয়ের মোঃ মোস্তাফিজুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের মোঃ আলাউদ্দিন প্রমৃখ।
সভায় বিভিন্ন বেসরকারী সংস্থা প্রধান তাদের স্ব স্ব প্রতিবেদন উস্থাপন করেন।#
বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Leave a Reply