September 17, 2025, 9:47 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
তারেকুজ্জামান ও রোকনুজ্জামান (ডানে)
পঞ্চগড় জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তারেকুজ্জামানকে সভাপতি ও রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। নবঘোষিত ছয় সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।