মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ভেরসা নদীর ভেরসা ব্রিজের পশ্চিমে জাতীয় মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম তারেক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজার সংলগ্ন প গড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম তারেক ওই ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তারেক নামে মোটরসাইকেল আরোহী প গড় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা-প গড় জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি বাজার সংলগ্ন ভেরসা নদীর ভেরসা ব্রিজ এলাকায় পৌঁছাতে প গড়গামী একটি ট্রাককে পাশ কাটতে গিয়ে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পলাতক রয়েছেন।
মুুহম্মদ তরিকুল ইসলাম।।
Leave a Reply